top of page

বনগাঁ মহকুমায় লকডাউন হচ্ছে না, সাত দিনের লকডাউন কলকাতা ও নানা জেলার বাছাই এলাকায় | বার্তা সাম্প্রত

  • সঞ্জয় মুখোপাধ্যায়
  • Jul 9, 2020
  • 1 min read

কাল থেকে শুরু হবে প্রশাসনের মাস্ক অভিযান: মুখে মাক্স না পরা থাকলেই ফিরে যেতে হবে বাড়িতে

বার্তা সাম্প্রতিক, ৮ জুন, ২০২০ : রাজ্যের ঘোষিত কনটেইনমেন্ট এলাকার প্রাথমিক তালিকা থেকে বনগাঁ মহকুমা বাদ গেল, তাই লক ডাউন হচ্ছে না বনগাঁ মহকুমায়। রাতারাতি বদলে গেল নবান্ন থেকে প্রকাশিত স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। বলাই ছিল যে ওই নির্দেশ নিয়ে জেলা প্রশাসন ফের খতিয়ে দেখবে এবং যার যেখানে যেমন পরিস্থিতি সেই ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।সেই হিসেবে রাজ্যের মধ্যে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি তে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়তে থাকায় এইসব অঞ্চলের নির্দিষ্ট এলাকাগুলোতে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে আপাতত সাত দিনের জন্য নতুন করে লকডাউন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। সেই অনুযায়ী কনটেইমেন্ট এবং বাফার জোনগুলিতে কড়াভাবে লকডাউন পালনের নির্দেশ জারি হয়েছে।

আজ সকাল থেকে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন সামগ্রিক বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছে যে বনগাঁ মহকুমা কে প্রস্তাবিত লকডাউন এর বাইরে রাখা হবে।

নবান্ন প্রকাশিত প্রাথমিক তালিকায় রাজ্যের কনটেইনমেন্ট জোনের উল্লেখিত কিছু এলাকা বনগাঁ মহকুমায় পড়লেও সর্বশেষে বনগায় লকডাউন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে করোনা সংক্রমণ ঠেকাতে সরকারি বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মাস্ক পড়ে রাস্তায় মানুষজন বের হচ্ছেন কি না, সেই বিষয়টিতে নজরদারি করতে জনবহুল এলাকাগুলিতে পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে আগামীকাল থেকেই বিশেষ অভিযান চালানো হবে বলে জানা গেছে।


Comments


Featured Posts
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square

© 2017-2019 Sanjoy Mukherjee.

 

Designed & Developed: Debayan Mukherjee  E: questforcreation@gmail.com |  M: +91 9804604998

sanjoymukherjee.com

bottom of page